Sundarban
শীতের হালকা মিঠেল রোদ্দুর ও ফুলের গন্ধ গায়ে মেখে সঙ্গী করে চলুন বেরিয়ে পড়ি জলে জঙ্গলে সুন্দরী সুন্দরবনের প্রকৃতিকে উপভোগ করতে।
রোমাঞ্চকর নদীর সরুখাঁড়ি দিয়ে আমরা এগিয়ে যাবো তারই রাজকীয় দর্শনের প্রহর গুনতে গুনতে ভোজ স্বরূপ থাকছে মাছে ভাতে বাঙালির বিভিন্ন স্বাদের রকমারি মাছের বিচিত্র পদ , বিনোদনের জন্য থাকছে আদিবাসী ঝুমুর নৃত্যে/বাউল গানের বিশেষ আয়োজন।
TOUR PROGRAM :
✅ Day 1 :
➡️ সোনাখালি থেকে বোর্ড এ উঠে রত্তনা দেবো গোসাবা - দেখে নেবো ঐতিহাসিক "বেকন বাঙলো " বা রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙলো " হ্যামিল্টন সাহেবের বাংলো " পাখির জঙ্গল,পুনরায় বোর্ড এ ফিরে এসে চলে যাবো পাখিরালয় রাত্রি যাপনের উদ্দেশ্য ।
✅ Day 2 :
➡️ সকালে ফ্রেস হয়ে বোর্ড এ উঠে সর্বপ্রথম চলে যাবো " সজনে খালি (W. T) এরপর আবার পুনরায় বোড এ ফিরে আসবো ৷ পরপর বিভিন্ন খাঁড়ি- যেমন পীরখালি , গাজীখালি, সুধন্য খালি, দেউল ভারানি , দোবাকি ,এই রকম বিভিন্ন ছোটো ছোটো খাঁড়ির মধ্যে দিয়ে উপভোগ করব সুন্দরবনের রোমাঞকর পরিবেশ। দেখে নেব ডোবাকি " ওয়াচ টওয়ার " ও সাথে থাকবে হাফ কিলোমিটার walk way. ফেরার পথে দেখব 5 নদীর সংযোগ স্থল অথবা পঞ্চমুখানি হয়ে তারপর আমরা ফিরবো পাখিরালয় রাত্রি যাপনের জন্য |
✅Day 3 :
➡️ সকালে বোড এ এসে রওনা ঝড় খালি , লোকনাথ মন্দির, জঙ্গল সাইড সিইং | Back to সোনাখালি |
নদীর পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটা সাইটসিন আগে পরে হতে পারে।
MENU CHART :
😋 Day 1 :
➡️ Morning : welcome drink, লুচি আলুরদম , ডিম সিদ্ধ , মিষ্টি, চা/ কফি
➡️ Lunch: ভাত, মুড়ি ঘন্ট, ডাল , বেগুনি, সবজি, সরষে পবদা , চিংড়ি মালাই , চাটনি, পাঁপড়, মিষ্টি,৷
➡️ After lunch: ফল
➡️ evening: চিকেন পকোড়া , চা / কফি ৷
➡️ Dinner: সাদা ভাত,/রুটি ডাল, ভাজা,মটন কষা, স্যালাড '
😋😋 Day 2 :
➡️ Morning: বোড টি , বিস্কুট, লুচি/কচুরি, ছোলার ডাল , মিষ্টি |
➡️ Snacks (11-11.30am): আমুদি মাছ ফ্রাই
➡️ Lunch : ভাত/, ডাল, ভাজা, সবজি, ভেটকি কালিয়া , ভোলা মাছের ঝাল/ কাকড়া , চাঁটনি , পাঁপড়
➡️ Evening : চাউমিন
➡️ Dinner : ফ্রায়েড রাইস,/রুটি, চিলি চিকেন, স্যালাড ,
😋😋😋 Day 3 :
➡️ Morning : বেড টি , বিস্কুট , লুচি অথবা নানপুরি , চানা মসলা, মিষ্টি, চা
➡️ Lunch : ভাত , ভাজা, ডাল, দই কাতলা , ভাঙন মাছের কালিয়া , চাটনি , পাঁপড়
আমরা যাচ্ছি .....
👉 October (2024) = 04-05-06 / 11-12-13 / 12-13-14 / 18-19-20 / 22-23-24 / 25-26-27 /
👉🏻 November (2024)
1-2-3/ 8-9-10/ 15-16-17 / 22-23-24 / 29-30-01/
👉🏻 December (2024)
03-04-05 / 06-07-08 / 10-11-12 / 17-18-19 /20-21-22 /24-25-26 /27-28-29 /31-01-02 /
👉🏻 January (2025)
03-04-05 / 07-08-09 /10-11-12 /14-15-16 / 17-18-19 / 21-22-23 / 24-25-26 / 28-29-30 /
🟩🟩 এছাড়া ৩৬৫ দিন যখন ই চাইবে মন চলুন আমাদের সাথে " সুন্দরবন "
Pickup and drop location: - * Kolkata to Kolkata ( extra charges for car )
* Canning to canning
** We arrange : ✅family tour, ✅ corporate tour , ✅school tour , ✅office tour , ✅group tour , ✅photography tour , are available 365 day's ,
** Please carry your ID proof Xerox copy during the tour,